গাজীপুরে করোনায় আক্রান্ত ১২, জেলা লকডাউন

আলোকিত প্রতিবেদক : গাজীপুর জেলায় করোনা ভাইরাসে এ পর্যন্ত ১২ জন আক্রান্ত হয়েছেন।

শনিবার সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) ১১ জন আক্রান্তের তথ্য নিশ্চিত করে।

এ অবস্থায় অনির্দিষ্টকালের জন্য পুরো জেলা লকডাউন ঘোষণা করেছেন জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম।

এর আগে গত ১৭ মার্চ পূবাইলের মেঘডুবি মা ও শিশু কল্যাণ কেন্দ্রে কোয়ারেন্টাইনে থাকা এক ইতালি ফেরত ব্যক্তির শরীরে করোনা শনাক্ত হয়।

শুক্রবার কাপাসিয়া সদরের দস্যুনারায়ণপুরের ছোঁয়া এগ্রো কারখানার এক শ্রমিক আক্রান্ত হলে এলাকা লকডাউন ঘোষণা করে প্রশাসন।

আলোকিত নিউজের নিজস্ব প্রতিবেদক হাসিব খান কাপাসিয়া থেকে জানিয়েছেন, উপজেলার বারিষাব ও কড়িহাতা ইউনিয়নের রামপুর এলাকার আরও দুজন করোনায় আক্রান্ত হয়েছেন।

শনিবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসমত আরা রামপুরে গিয়ে এলাকা লকডাউন ঘোষণা করেছেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুস সালাম সরকার সন্ধ্যায় আলোকিত নিউজকে বলেন, রামপুরের ওই যুবক নারায়ণগঞ্জ বন্দর থানার একটি স্পিনিং মিলসে চাকরি করতেন। তিনি গত ৮ এপ্রিল বাড়িতে আসলে নমুনা সংগ্রহ করা হয়।

টিএইচও আরও বলেন, অপর ব্যক্তি সিভিল সার্জন অফিসের কর্মচারী। তিনি যেহেতু বারিষাবরে নিজ বাড়িতে এসেছিলেন, আমরা তার পরিবারের সদস্যদের নমুনা সংগ্রহ করব।

আরও খবর