কাপাসিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের নার্সসহ ১৮ জনের করোনা শনাক্ত
হাসিব খান : গাজীপুরের কাপাসিয়ায় আরও ১৮ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।
তাদের মধ্যে রয়েছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্স ও জরুরি বিভাগের কর্মচারীসহ সাতজন এবং স্বাস্থ্য সহকারী ছয়জন।
স্বাস্থ্য সহকারীরা মাঠ পর্যায়ে টিকাদানের কাজ করেন। তারা করোনার নমুনা সংগ্রহের দায়িত্বে ছিলেন।
অন্যদের মধ্যে তরগাঁও গ্রামের তিনজন। তারা সম্প্রতি নারায়ণগঞ্জ থেকে বাড়িতে আসেন।
অপর দুজন সিংহশ্রী ইউনিয়নের। তারা জ্বর-ঠান্ডায় মৃত একজনকে নিয়ে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়েছিলেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুস সালাম সরকার আলোকিত নিউজকে বলেন, আক্রান্ত সবাইকে নিজ নিজ বাড়িতে আইসোলেশনে রাখা হয়েছে। তাদের শারীরিক অবস্থা বিবেচনা করে ঢাকায় পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হবে।
এর আগে দস্যুনারায়পুর এলাকার ছোঁয়া এগ্রোর ১৩ শ্রমিকসহ ১৭ জনের করোনা শনাক্ত হয়। বুধবারের ১৮ জনসহ আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩৫ জনে।