কালিয়াকৈরে মুক্তিযুদ্ধমন্ত্রীর গানম্যান কিশোরের ‘ডাবল মার্ডার’

আলোকিত প্রতিবেদক : গাজীপুরের কালিয়াকৈরে মুক্তিযুদ্ধমন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের গানম্যানের গুলিতে আহত অপর ব্যক্তিও মারা গেছেন।

সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে বৃহস্পতিবার দিবাগত রাতে তার মৃত্যু হয়।

নিহত মঈন ওরফে মহিম (৩২) টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার আইজগানা এলাকার আবদুল মালেকের ছেলে।

মন্ত্রীর গানম্যানের দায়িত্বে থাকা এএসআই কিশোর কুমার (৩৫) কালিয়াকৈরের কুতুবদিয়া এলাকার নারায়ণ কুমারের ছেলে।

গত ১৬ এপ্রিল রাতে তার গুলিতে আইজগানা এলাকার সবুর উদ্দিনের ছেলে শহীদ (৩০) ঘটনাস্থলেই নিহত হন।

পুলিশ জানায়, ওই তিনজন পরস্পর বন্ধু। কিশোর বন্ধুদের নিয়ে একত্রে নেশাও করতেন। স্ত্রীর সাথে মহিমের পরকীয়া সন্দেহে তিনি ডেকে এনে এলোপাতাড়ি গুলি করেন।

হত্যাকাণ্ডের পরদিন কিশোরকে আশুলিয়ার শিমুলতলী এলাকা থেকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে উদ্ধার করা হয় একটি পিস্তল ও ছয় রাউন্ড গুলি।

কালিয়াকৈর থানার ওসি আলমগীর হোসেন মজুমদার বলেন, মহিম মৃত্যুর আগে ঘটনার বিস্তারিত পুলিশকে জানিয়েছেন।

আরও খবর