শ্রীপুরে করোনা দুর্যোগেও বেতন দিচ্ছে না এটিএস সোয়েটার!
সাদেক মিয়া, শ্রীপুর : গাজীপুরের শ্রীপুরে তিন মাসের বকেয়া বেতনের দাবিতে এটিএস অটো সোয়েটার কারখানার শ্রমিকরা বিক্ষোভ করেছেন।
শনিবার উপজেলার তেলিহাটি ইউনিয়নের জৈনাবাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে তারা বিক্ষোভ করেন।
শ্রমিকরা জানান, কারখানাটির মালিকপক্ষ গত তিন মাস মাস ধরে বেতন দিচ্ছে না। একাধিকবার তারিখ দিয়েও বেতন পরিশোধ করেনি।
সর্বশেষ বিকাশ ও রকেটের মাধ্যমে বেতন দেওয়ার কথা বলেও হয়রানি করা হচ্ছে। তাই করোনা দুর্যোগে বাধ্য হয়ে রাস্তায় নেমেছেন।
শিল্প পুলিশের পরিদর্শক রেজাউল করিম জানান, পুলিশের সাথে আলোচনায় কর্তৃপক্ষ পাওনা পরিশোধের আশ্বাস দিয়েছে। পরে আগামী ৭ মে পরিশোধের ঘোষণা দিলে শ্রমিকরা বিকেলে আন্দোলন স্থগিত করেন।