গাজীপুরে শিশু আলিফ হত্যাকাণ্ড : গোলাগুলিতে অপহরণকারী নিহত

আলোকিত প্রতিবেদক : গাজীপুরে শিশু আলিফ হত্যার ঘটনায় গোলাগুলিতে জুয়েল আহমেদ (২১) নিহত হয়েছেন।

রবিবার দিবাগত রাতে নগরীর কোনাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

র‌্যাব-১-এর পোড়াবাড়ী ক্যাম্প কমান্ডার কর্নেল আবদুল্লাহ আল মামুন জানান, জুয়েল প্রধান আসামি ছিলেন। পরিকল্পনাকারী সাগরের দেওয়া তথ্যে তাকে গ্রেফতার করা হয়েছিল।

এর আগে গত ২৯ এপ্রিল কোনাবাড়ি পারিজাত এলাকার ঝুট ব্যবসায়ী ফরহাদ হোসেনের ছেলে আলিফকে (৬) অপহরণ করে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।

মুক্তিপণ না পেয়ে অপহরণকারীরা শিশুটিকে হত্যা করে প্লাস্টিকের বস্তায় ভরে একটি ঝুটের গোডাউনের ভেতরে লুকিয়ে রাখে।

র‌্যাব জানায়, অপহরণকারী তিন বন্ধু ফরহাদের বাড়ির তৃতীয় তলায় ভাড়া থেকে গার্মেন্টসে চাকরি করতেন। ছাদে উঠে উশৃঙ্খল আচরণের অভিযোগ পেয়ে তিনি জুয়েল ও সবুজকে থাপ্পড় দেন।

এতে ক্ষিপ্ত হয়ে তারা শিশুটিকে খেলার প্রলোভন দেখিয়ে ছাদে নিয়ে যান। পরে গলাটিপে হত্যা করে লাশ পাশের ঝুটের গোডাউনে রেখে পালিয়ে যান।

আরও খবর