শ্রীপুরে করোনা শনাক্তে ৩৩ জনের নমুনা সংগ্রহ
প্রতিনিধি, শ্রীপুর : গাজীপুরের শ্রীপুরে করোনা ভাইরাস শনাক্তের জন্য প্রশিক্ষিত টিমের মাধ্যমে নমুনা সংগ্রহ করা হচ্ছে।
সোমবার সহকারী স্বাস্থ্য পরিদর্শক হেলেনা আক্তারের দিকনির্দেশনায় গাজীপুর ইউনিয়ন পরিষদ চত্বরে ৩৩ জনের নমুনা সংগ্রহ করা হয়।
টিমের সদস্যরা হলেন স্বাস্থ্য সহকারী কবির হোসেন, রুকনুজ্জামান, নূরজাহান আক্তার, সুইটি আক্তার, জাহাঙ্গীর আলম, কাজী সামিনা এবং কমিউনিটি হেলথকেয়ার প্রোভাইডার আবুল কালাম আজাদ, মাহমুদা আফরোজ, ফরিদ আহমেদ খোকন, মাজহারুল ইসলাম ও আইরিন সুলতানা।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ফাতেহ আকরাম দোলন আলোকিত নিউজকে বলেন, এ পর্যন্ত ৪৬৩টি নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ১০৬টির রিপোর্ট আসেনি।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা প্রনয় ভূষণ দাস আলোকিত নিউজকে বলেন, শ্রীপুরে করোনা পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। এ পর্যন্ত ২৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।