শ্রীপুরে লিচুর বাম্পার ফলন : করোনায় বিপাকে চাষিরা
আতাউর রহমান সোহেল, শ্রীপুর : মহামারি করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে গাজীপুরের শ্রীপুরে লিচু নিয়ে বিপাকে পড়েছেন বাগান মালিকরা।
সরেজমিনে দেখা যায়, টেপিরবাড়ী, আনসার টেপিরবাড়ী ও ভাংনাহাটিসহ বিভিন্ন স্থানে গাছে গাছে বেদানা, বোম্বাই এবং মাদ্রাজিসহ দেশি জাতের লিচুর সমারোহ। প্রাকৃতিক দুর্যোগ না হলে এবারও বাম্পার ফলনের আশা করা হচ্ছে।
তবে বড় ব্যবসায়ীদের লিচু কেনার আগ্রহ কম থাকায় বাগান মালিকরা আছেন দুশ্চিন্তায়। কেননা বিগত বছরগুলোতে এই সময়ে বাগান বিক্রি হয়ে যায়।
তেলিহাটি ইউনিয়নের সাইটালিয়া পদ্মাচালা এলাকার রহমত আলী মৃধা আলোকিত নিউজকে বলেন, প্রায় এক বিঘা জমিতে লিচু চাষ করেছি। বাগান বিক্রি করতে না পারলে লাভের চেয়ে লোকসান হবে।
আনসার টেপিরবাড়ী এলাকার অ্যাডভোকেট আবুল কাশেম আজাদ বলেন, তিনি চার বিঘা জমিতে লিচু চাষ করেছেন। ফলন বেশ ভাল হয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা এএসএম মূয়ীদুল হাসান আলোকিত নিউজকে বলেন, শ্রীপুরে ছোট-বড় মিলিয়ে ১৩০০ হেক্টর জমিতে লিচু চাষ হয়েছে। ফলন ও দাম ভাল পাওয়ায় এ চাষে জমি বাড়ছে।