শ্রীপুরে নিখোঁজ মাদ্রাসা ছাত্রের লাশ ভেসে উঠল সিংহশ্রীতে
আতাউর রহমান সোহেল, শ্র্রীপুর : গাজীপুরের শ্রীপুরে নদীতে সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ হাফিজিয়া মাদ্রাসা ছাত্রের লাশ ৪২ ঘণ্টা পর উদ্ধার হয়েছে।
বৃহস্পতিবার সকাল ছয়টার দিকে কাপাসিয়ার সিংহশ্রী ইউনিয়নের কাছারপাড়া শ্মশানঘাট এলাকায় লাশটি ভেসে ওঠে।
নিহত রাসেল মিয়া (১৬) উপজেলার বরমী ইউনিয়নের কেন্দুয়া গ্রামের লিটন মিয়ার ছেলে।
বরমী বাজার এলাকার বালুঘাটের পাশে শীতলক্ষ্যা নদীতে বন্ধুদের সাথে সাঁতার কাটতে গিয়ে গত মঙ্গলবার দুপুরে সে নিখোঁজ হয়।
কাপাসিয়া থানা পুলিশ খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
ওসি রফিকুল ইসলাম আলোকিত নিউজকে বলেন, লাশের ময়নাতদন্ত প্রক্রিয়াধীন। ময়নাতদন্তের রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে।
রাসেলের বাবা আলোকিত নিউজকে বলেন, তার ছেলে সাঁতার কাটার সময় ক্লান্ত হয়ে পড়ায় তীরে যেতে পারছিল না। তখন পাশ দিয়ে যাওয়া ড্রেজারের বলগেটের আঘাতে সে মারা যায়।
নিহতের চাচা আলম ও হুমায়ুন বলেন, লাশ উদ্ধারের পর আঘাতের চিহ্ন দেখে আমরা স্বাভাবিক বলতে পারছি না। ময়নাতদন্তের পর সিদ্ধান্ত নিব।
মাওনা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রাম প্রাসাদ পাল আলোকিত নিউজকে বলেন, ফায়ার সার্ভিস ও টঙ্গীর একটি ডুবুরি দল চেষ্টা করেও লাশের সন্ধান পায়নি।