ব্রেসলেটের ৪২ লাখ টাকাও মানবতার কল্যাণে
ক্রীড়া প্রতিবেদক : বাংলাদেশ ক্রিকেট দলের সফল অধিনায়ক ও সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা করোনায় ক্ষতিগ্রস্তদের পাশে রয়েছেন।
এবার তিনি নিজের ব্রেসলেট নিলামে বিক্রির ৪২ লাখ টাকাও মানবতার কল্যাণে ব্যয় করার পরিকল্পনা নিয়েছেন।
মাশরাফি ফেসবুক লাইভে বলেছেন, নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনে জমা হওয়া ওই টাকার ২৫ লাখ নড়াইলের জন্যই ব্যয় হবে।
বাকি ১৫ লাখ টাকা ক্রিকেট কোচ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের করোনা চিকিৎসা এবং সাংবাদিকদের জন্যও ব্যয় করবেন।