দুদককে সাড়ে ৯৩ হাজার কোটি টাকার তথ্য দিতে রাজি মুসা বিন শমসের
নিজস্ব প্রতিবেদক : বহুল আলোচিত অস্ত্র ব্যবসায়ী মুসা বিন শমসেরকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার সকাল ১১টা থেকে দুপুর একটা পর্যন্ত দুদকের পরিচালক মীর জয়নুল আবেদীন শিবলীর নেতৃত্বে একটি দল তাকে জিজ্ঞাসাবাদ করে।
দুদক কমিশনার মো. সাহাবুদ্দিন চুপ্পু বলেন, খুব অল্প সময়ের মধ্যে মুসা সংশ্লিষ্ট সব তথ্য দুদককে সরবরাহ করবেন। এ ক্ষেত্রে মিথ্যা তথ্য দেওয়া কিংবা তথ্য দিতে অসহযোগিতা করলে আইনি ব্যবস্থা নেবে দুদক।
দুদক সূত্র জানায়, গত বছর দুদকে দেওয়া সম্পদ বিবরণী অনুযায়ী সুইস ব্যাংকে মুসা বিন শমসেরের বাংলাদেশি টাকায় ৯৩ হাজার ৬০০ কোটি টাকা জব্দ অবস্থায় রয়েছে। এ ছাড়া সুইস ব্যাংকের ভল্টে তার প্রায় ৭০০ কোটি টাকা মূল্যের অলংকার জমা আছে।
সম্পদ বিবরণীতে আরও উল্লেখ করা হয়, গাজীপুর ও সাভারে তার নামে প্রায় এক হাজার ২০০ বিঘা সম্পত্তি রয়েছে। এসব জমির বর্তমান বাজারমূল্য ১২০০ কোটি টাকার বেশি।