দেশে করোনায় আক্রান্তদের ৮০ ভাগের শরীরে অমিক্রন
আলোকিত প্রতিবেদক : দেশে গত মাসে করোনা ভাইরাসে আক্রান্তদের মধ্যে ৮০ শতাংশের শরীরে অমিক্রন ধরন শনাক্ত হয়েছে।
সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান আইইডিসিআরের প্রতিবেদনে এ তথ্য ওঠে এসেছে।
এতে বলা হয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনার সাতটি ধরনের মধ্যে পাঁচটিকে উদ্বেগজনক মনে করে। দেশে চারটি প্রতিষ্ঠান ভাইরাসটির জিনোম সিকোয়েন্সিং করেছে।
১৪৮টি নমুনা পরীক্ষা করে ১১৮টি অর্থাৎ ৮০ শতাংশ অমিক্রন পাওয়া গেছে। বাকি ২০ শতাংশ ডেল্টা ধরনের।
আইইডিসিআরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা এ এস এম আলমগীর সাংবাদিকদের বলেন, অমিক্রনকে মৃদু মনে করে হেলাফেলা করার প্রবণতা দেখা যাচ্ছে। সেটা বড় ভুল।
তিনি বলেন, অমিক্রন এক সঙ্গে অনেক মানুষকে আক্রান্ত করে। করোনা থেকে বাঁচতে টিকা নিতেই হবে।