কাপাসিয়ায় ‘বিয়ের স্বর্ণালংকার’ নিয়েও মাসুদের প্রতারণা

আলোকিত প্রতিবেদক : বিতর্কিত রিজেন্ট হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মাসুদ পারভেজের বিরুদ্ধে গাজীপুরের কাপাসিয়া থানায় মামলা করা হয়েছে।

কাপাসিয়া বাজারের বর্ণালী জুয়েলার্সের মালিক চন্দন রক্ষিত বাদী হয়ে শুক্রবার রাতে প্রতারণার মামলা করেন।

এতে অভিযোগ করা হয়, মাসুদ ২০১১ সালে বিয়ের কথা বলে সাড়ে ১৩ ভরি স্বর্ণালংকারের অর্ডার দেন। যার দাম হয় পাঁচ লাখ ৩২ হাজার ৩০০ টাকা।

তিনি দুবারে ৩২ হাজার ৩০০ টাকা পরিশোধ করেন। ২০১৩ সালে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের পাঁচ লাখ টাকার একটি চেক দেন।

পরে চন্দন কথামত এক মাস পর ব্যাংকে গিয়ে জানতে পারেন অ্যাকাউন্টটি বন্ধ করা হয়েছে। গত ১৯ জুন টাকা চাইলে তাকে ফিরিয়ে দেওয়া হয়।

কাপাসিয়া বাজারের হোমিও ডাক্তার ও আওয়ামী লীগ নেতা হানিফ মোড়লের ছেলে মাসুদ করোনা চিকিৎসার নামে প্রতারণার মামলায় ১০ দিনের রিমান্ডে আছেন।

তিনি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উত্তরা শাখা থেকে বরখাস্ত হয়ে বহুল আলোচিত প্রতারক সাহেদ করিমের রিজেন্ট গ্রুপে যোগ দেন।

আরও খবর