পুলিশের গুলিতে মেজর নিহত : ১৬ জন ক্লোজড
আলোকিত প্রতিবেদক : কক্সবাজারে পুলিশের গুলিতে সাবেক মেজর সিনহা রাশেদ নিহতের ঘটনায় ১৬ জনকে প্রত্যাহার করা হয়েছে।
রবিবার পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন।
কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ রোডের শামলাপুর চেকপোস্টে বাহারছড়া ফাঁড়ি পুলিশের গুলিতে ওই মেজর নিহত হন।
এ ঘটনায় ইনচার্জ লিয়াকতসহ ১৬ পুলিশ সদস্যকে প্রত্যাহার ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
পুলিশ জানায়, নিহত সিনহা এক সঙ্গীসহ ব্যক্তিগত গাড়িতে টেকনাফ থেকে কক্সবাজার আসছিলেন। পুলিশ গাড়িটি থামিয়ে তল্লাশি করতে চাইলে তিনি বাধা দেন।
এ নিয়ে তর্ক-বিতর্কের এক পর্যায়ে সিনহা তার সাথে থাকা পিস্তল বের করলে পুলিশ গুলি চালায়। এতে তিনি মারা যান।
পুলিশ সুপার জানিয়েছেন, ওই ঘটনায় দুটি মামলা ও দুজনকে আটক করা হয়েছে। গাড়িতে ৫০ পিস ইয়াবা, কিছু গাঁজা ও দুটি বিদেশি মদের বোতল পাওয়া গেছে।