গাজীপুর সিটির উন্নয়নে ৫ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা

আলোকিত প্রতিবেদক : গাজীপুর সিটি করপোরেশনের ২০২০-২০২১ অর্থবছরের জন্য পাঁচ হাজার সাত কোটি ২১ লাখ ২৮ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।

রবিবার নগর ভবন মিলনায়তনে মেয়র জাহাঙ্গীর আলম আনুষ্ঠানিকভাবে এ বাজেট ঘোষণা করেন।

তিনি জানান, বিভিন্ন জোনের সংযোগ সড়ক প্রশস্তকরণ এবং ড্রেন ও ফুটপাত নির্মাণে তিন হাজার ৮২৮ কোটি টাকার কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

জনগণের চলাচলের জন্য রাস্তা প্রশস্ত করায় অনেকে ক্ষতিগ্রস্ত হয়েছেন। ক্ষতিগ্রস্ত পরিবারকে ২০১৯-২০২০ অর্থবছরে প্রায় ৬০ কোটি টাকা অনুদান প্রদান করা হয়েছে।

২০২০-২০২১ অর্থবছরে ক্ষতিগ্রস্তদের অনুদান বাবদ ১০০ কোটি টাকা ব্যয়ের প্রস্তাব রাখা হয়েছে।

মেয়র বলেন, প্রায় দেড় হাজার মসজিদের খতিব ও ইমামদের জন্য বছরে ১৪ হাজার টাকা করে সম্মানী প্রদানেরও উদ্যোগ নেওয়া হয়েছে।

এ ছাড়া অ্যাম্বুলেন্স ক্রয়ে পাঁচ কোটি, শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠায় ৫০ কোটি, আটটি জোনে কবরস্থান নির্মাণে ৫০ কোটি, গুণীজনদের সম্মাননায় পাঁচ কোটি ও সাংবাদিকদের কল্যাণে তিন কোটি টাকা ব্যয় করা হবে।

আরও খবর