গাজীপুরে প্রতারণা মামলায় সালনার রাশিদুল কারাগারে
নিজস্ব প্রতিবেদক : গাজীপুরে কাউন্সিলরের নাম ভাঙিয়ে প্রতারণার মামলায় একজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
অভিযুক্ত রাশিদুল ইসলাম (২১) নগরীর ২৩ নং ওয়ার্ডের উত্তর সালনা এলাকার কলোনিপাড়ার রবি আলমের ছেলে।
সরেজমিনে জানা যায়, সিটি করপোরেশনের ২২, ২৩ ও ২৪ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর আফছানা আক্তারের অফিসে রাশিদুলের যাতায়াত ছিল। সে সুবাদে তিনি বিভিন্নজনের কাছ থেকে বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা ও দুস্থ ভাতার কার্ড করে দেওয়ার কথা বলে টাকা নেন।
রাশিদুল এভাবে অন্তত ৩৪ জনের কাছ থেকে ৫৬ হাজার ৫০০ টাকা হাতিয়ে নিয়েছেন। তাদের মধ্যে কলোনিপাড়ার সুখিতন নেছা দিয়েছেন ছয় হাজার টাকা, লাল বানু চার হাজার টাকা, আসমা দুই হাজার টাকা ও রওশন আরা দেড় হাজার টাকা।
কাউন্সিলর আফছানা আক্তার আলোকিত নিউজকে বলেন, রাশিদুল তার নাম ভাঙিয়ে মানুষের সাথে প্রতারণা করছিলেন। বিষয়টি জানতে পেরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।
পুলিশ জানায়, রাশিদুলের বিরুদ্ধে প্রতারিত লাল বানু বাদী হয়ে সদর থানায় মামলা করেন। মামলা নম্বর ৩৪ (৮) ২০। পরে তাকে গত মঙ্গলবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
রাশিদুল আলোকিত নিউজকে বলেছেন, তিনি একজন সাবেক ও একজন বর্তমান কাউন্সিলরের প্ররোচনায় আফছানা আক্তারের বদনাম ছড়ানোর উদ্দেশে মানুষের কাছ থেকে টাকা নিয়েছেন। বিনিময়ে তাকে ইনকাম সোর্সের ব্যবস্থা করে দেওয়ার কথা ছিল।
ভুক্তভোগীরা জানান, এক সাবেক নারী কাউন্সিলর ওই প্রতারককে দিয়ে মিথ্যা মামলা দেওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু পুলিশ সঠিক ভূমিকা পালন করায় তা টিকেনি।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই সরোয়ার হোসেন আলোকিত নিউজকে বলেন, আমি তদন্ত করে অভিযোগের সত্যতা পেয়েছি। আরও অভিযোগ আসছে।