শ্রীপুরে দুই শিশুসহ নারী শিক্ষকের নিরাপত্তা দাবি
নিজস্ব প্রতিবেদক, শ্রীপুর : গাজীপুরের শ্রীপুরে এক নারী শিক্ষক তার ও দুই শিশু সন্তানের জীবনের নিরাপত্তার দাবি জানিয়েছেন।
বৃহস্পতিবার দুপুরে টেংরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফারজানা ইয়াসমিন তার বাড়িতে সংবাদ সম্মেলন করে এ দাবি জানান।
অভিযুক্তরা হলেন উপজেলা শহরের কবির হোসেনের ছেলে হোসাইন আলী বাবু, ভাংনাহাটির মৃত সাহিদ আলীর ছেলে রাশেদুল হাসান, গোসিংগার রাজিব প্রধান ও বিন্দুবাড়ীর আবদুল মতিনের ছেলে রফিকুল ইসলাম।
ফারজানা অভিযোগ করেন, রাশেদুলের সাথে তার এক যুগ সংসার করার পর ডিভোর্স হয়। তাদের দুটি কন্যা সন্তান রয়েছে। সন্তান নিয়ে তিনি নিরাপত্তাহীনতায় আছেন।
ডিভোর্সের আগে রাশেদুল তাকে নানাভাবে নির্যাতন করে আসছিলেন। পরে শিক্ষিকার বাবা বাদী হয়ে গত বছর শ্রীপুর থানায় একটি মামলা করেন।
মামলা প্রত্যাহারের জন্য বাবু তাকে নানা ভয়ভীতি দেখান। অন্যথায় বিভিন্ন মিডিয়ায় বদনাম রটিয়ে সংবাদ প্রচারের হুমকি দেওয়া হয়।
বাবুর বিরুদ্ধে ঢাকার কোতোয়ালি ও শ্রীপুর থানায় একাধিক মামলা ও সাধারণ ডায়েরি রয়েছে। অভিযুক্তরা শিক্ষিকার ভাই আক্তার মাস্টারকে মিথ্যা মামলায় ফাঁসিয়েছেন।
এ ব্যাপারে বাবু বলেন, তাকে হেনস্তা এবং ফাঁসানের চেষ্টা চলছে। তিনি কাউকে মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা করেননি।
শ্রীপুর থানার ওসি খোন্দকার ইমাম হোসেন বলেন, পরস্পরবিরোধী মামলা ও অভিযোগ রয়েছে। শিক্ষিকা নিরাপত্তাহীনতা অনুভব করলে পুলিশ আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে।