ইউএনও ওয়াহিদাকে হত্যাচেষ্টা : বরখাস্ত মালি গ্রেফতার
আলোকিত প্রতিবেদক : দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানম ও তার বাবা মুক্তিযোদ্ধা ওমর আলী শেখের ওপর হামলার ঘটনায় এক কর্মচারীকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত রবিউল ইসলাম (৪৩) ইউএনও অফিসে মালি পদে থাকাকালীন ৫০ হাজার টাকা চুরির দায়ে সাময়িক বরখাস্ত হন।
শনিবার বিকেলে দিনাজপুরের পুলিশ সুপার কার্যালয়ে রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।
তিনি বলেন, রবিউল বিরল উপজেলার বিজোড়া গ্রামের খতিব উদ্দিনের ছেলে। সে প্রাথমিকভাবে নিজের দায় স্বীকার করেছে। তার তথ্যের ভিত্তিতে আমরা বেশ কিছু আলামত উদ্ধার করেছি।
এদিকে মামলার প্রধান আসামি যুবলীগ নেতা আসাদুল ইসলামকে সাত দিনের রিমান্ড শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে জেলা ডিবি।
গত ২ সেপ্টেম্বর রাতে ইউএনওর সরকারি বাসভবনে ঢুকে তাকে ও তার বাবাকে হত্যার উদ্দেশে কুপিয়ে ও মাথায় ধাতব বস্তু দিয়ে গুরুতর জখম করা হয়।