শ্রীপুরে পুলিশের অস্ত্র ও গুলি ছিনতাই, গ্রেফতার ৬

সাদেক মিয়া, শ্রীপুর : গাজীপুরের শ্রীপুরে পুলিশের ওপর হামলা ও অস্ত্রশস্ত্র ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে শুক্রবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।

পরে অভিযান চালিয়ে তিন ঘণ্টা পর অস্ত্র ও গুলি উদ্ধার এবং ছয়জনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন নোয়াগাঁওয়ের আজহার (৫০), রোশনী (৪০), নাজমুল হকের স্ত্রী মনীষা মনি (২৫), গাজীপুরের নয়নপুরের আফসার উদ্দিনের ছেলে ফরহাদ (১৮), নড়াইলের লোহাগড়ার লাহোড়া গ্রামের জাফর মোল্লার ছেলে তাজুল ইসলাম (২৪) ও ভোলার চরফ্যাশনের হাজারীগঞ্জ গ্রামের সোলায়মানের ছেলে আবদুর রহমান (২০)।

শ্রীপুর থানার ওসি খোন্দকার ইমাম হোসেন ও সংশ্লিষ্টরা আলোকিত নিউজকে জানান, কুমিল্লার দেবীদ্বার উপজেলার নবিয়াবাদ গ্রামের আবুল হোসেন রনি বিদেশে লোক পাঠানোর ব্যবসা করেন। তিনি নোয়াগাঁওয়ের দুজনকে দুবাই পাঠানোর কথা বলে দুই লক্ষাধিক টাকা নেন।

পরে বিদেশ পাঠাতে না পারায় রোশনীর পরিবার টাকা ফেরত চায়। এক পর্যায়ে আরও লোক পাঠানোর কথা বলে তাদের বাড়িতে আসতে বলা হয়।

গত বৃহস্পতিবার রনি ও মালেক আসলে তাদেরকে আটক করে বাড়ি থেকে টাকা নিয়ে আসতে বলেন। এরপর ফোন পেয়ে কুমিল্লা থেকে আরও তিনজন আসেন।

তাদের মধ্যে মালেক পালিয়ে যান। অপর একজন কৌশলে ৯৯৯-এ ফোন করে বিষয়টি পুলিশকে জানান।

পরে পুলিশ তাদেরকে উদ্ধার করতে গেলে রোশনীর বাড়ির লোকজন ক্ষিপ্ত হয়ে ওঠেন। এক পর্যায়ে তারা সাত পুলিশ সদস্যকে মারধর করে একটি শটগান ও আট রাউন্ড গুলি ছিনিয়ে নেন।

ওসি জানান, ওই ঘটনায় আহত এসআই রফিকুল ইসলাম বাদী হয়ে ৪০ জনের বিরুদ্ধে মামলা করেছেন। আটকে রাখার ঘটনায় রনিও আরেকটি মামলা করেছেন।

আরও খবর