কাপাসিয়ায় অবসরপ্রাপ্ত কৃষি কর্মকর্তাকে কুপিয়ে জখম
হাসিব খান : গাজীপুরের কাপাসিয়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে একজনকে কুপিয়ে জখম করা হয়েছে।
উপজেলার সনমানিয়া ইউনিয়নের চন্ডালহাতা গ্রামে শনিবার সকালে এ ঘটনা ঘটে।
গুরুতর আহত অবসরপ্রাপ্ত উপ-সহকারী কৃষি কর্মকর্তা বোরহান উদ্দিনকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
পরে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
আহতের ছেলে আশরাফুল ইসলাম আলোকিত নিউজকে জানান, তাদের সাথে প্রতিবেশী জজ মিয়া ফরাজীর দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। শনিবার সকালে জজ মিয়া গং তার বাবাকে গালিগালাজ করেন।
এ সময় প্রতিবাদ করলে তারা দা-লাঠি নিয়ে বাড়িতে ঢুকে হামলা ও ভাঙচুর চালান। এতে বোরহান উদ্দিন গুরুতর আহত হন।
এ ঘটনায় স্থানীয়দের সহযোগিতায় রাসেল মিয়াকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।
অপর অভিযুক্তরা হলেন জজ মিয়া, তমিজ উদ্দিন ফরাজী, রহিম ফরাজী, মমতাজ ফরাজী, বিল্লাল ফরাজী, রহমান ফরাজী ও বকুল ফরাজী।
কাপাসিয়া থানার এসআই মিনহাজ উদ্দিন আলোকিত নিউজকে জানান, ওই ঘটনায় মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।