শেরপুরের কালাপানি পাহাড় থেকে ৪৩ হাজার গুলি ও বিমান বিধ্বংসী অস্ত্র উদ্ধার
নিউজ ডেস্ক : শেরপুরের নালিতাবাড়ীর কালাপানি পাহাড়ে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গুলি ও অস্ত্র উদ্ধার করেছে র্যাব-৫।
রবিবার রাত দুইটা থেকে সোমবার বিকেল সাড়ে তিনটা পর্যন্ত ওই অভিযান চলে।
র্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক মাহবুব খান মুফতি সংবাদ ব্রিফিংয়ে জানান, পাহাড়ের চারটি স্থানে অভিযান চালিয়ে মাটির গর্ত ও চারটি ড্রামের ভেতর থেকে গুলি ও অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে।
এগুলোর মধ্যে গুলি ৪৩ হাজার, বিমান বিধ্বংসী অস্ত্রের ব্যারেল একটি, বিমান বিধ্বংসী হ্যাভি মেশিন দুটি, মেশিনগান দুটি, মেশিনগানের ব্যারেল পাঁচটি, এসএমজি রাইফেল দুটি, পিস্তল দুটি ও একে-৫৬ রাইফেল একটি।
এলাকাবাসী জানান, টিলায় ঘেরা ওই পাহাড়ে সাধারণত রাখাল ছাড়া কেউ চলাচল করে না।