কাপাসিয়ায় চাল বিক্রিতে ধরা খেলেন মোতাহার মেম্বার

আলোকিত প্রতিবেদক : গাজীপুরের কাপাসিয়ায় দরিদ্রদের চাল বিক্রির ঘটনায় ইউপি মেম্বারকে সমপরিমাণ অর্থ ফেরতের নির্দেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

অভিযুক্ত মোতাহার হোসেন উপজেলার রায়েদ ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ডের মেম্বার।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসমত আরা মঙ্গলবার সন্ধ্যায় আদালত পরিচালনা করেন।

আদালত সূত্র জানায়, ওই মেম্বার ও ডিলার দুলাল মিয়া ২০ জন উপকারভোগীর ২০১৬-২০১৭, ২০১৭-২০১৮ ও ২০১৮-২০১৯ অর্থবছরের ১০ টাকা কেজির ১০ টন ৮০০ কেজি চাল বিক্রি করে দেন।

অভিযোগের সত্যতা পেয়ে মেম্বারকে এক লাখ আট হাজার টাকা সরকারি কোষাগারে ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

একই সাথে ডিলারকে ৪০ হাজার টাকা জরিমানা করেন আদালত।

এর আগে গত ২৭ মে চাল আত্মসাতের ঘটনায় দুলালকে ১০ হাজার টাকা জরিমানা করেছিলেন ইউএনও।

আরও খবর