বহুল প্রচলিত শব্দগুলো অন্য ভাষার হলেও গ্রহণ করতে হবে : প্রধানমন্ত্রী
আলোকিত প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বহুল প্রচলিত ও আন্তর্জাতিকভাবে ব্যবহৃত শব্দগুলো যে ভাষা থেকেই আসুক, সেগুলো আমাদের গ্রহণ করতে হবে।
তিনি বলেন, পরিভাষা ব্যবহার করতে গিয়ে কোন কিছু বুঝব না, বলতে পারব না, সেটা যেন না হয়। সব জায়গায় প্রতিশব্দ বা পরিভাষা করতে হবে, আমি এটা বিশ্বাস করি না।
সোমবার মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট আয়োজিত অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
ইংরেজি কনটেন্ট শব্দের বাংলা আধেয় বললে অনেকে বুঝতে পারবে না উল্লেখ করে তিনি বলেন, প্রচলিত বৈজ্ঞানিক শব্দগুলোর পরিভাষা করে তা আরও দুর্বোধ্য না করে ফেলা ভালো।
প্রধানমন্ত্রী বলেন, আমাদের বাংলা ভাষায় কিন্তু আট হাজার ভাষার শব্দ মিলেমিশে গেছে। এ জন্য আমরা খুব বেশি রক্ষণশীল না হলে বাংলা ভাষায় সহজভাবে বিজ্ঞান শিক্ষার ব্যবস্থাটা করা যেতে পারে।
তিনি আরও বলেন, আমি নিরেট বাংলার ছাত্রী। কিন্তু আমি মনে করি, বিজ্ঞানের বিস্তার ছাড়া একটি জাতি এগোতে পারে না।