ফুটবলের জাদুকর ম্যারাডোনা আর নেই
ডেস্ক নিউজ : আর্জেন্টাইন ফুটবল জাদুকর ডিয়েগো ম্যারাডোনা (৬০) আর নেই।
বুধবার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান।
দেশটির ক্রীড়াবিষয়ক ডেইলি ওলে পত্রিকার খবরে এ কথা জানানো হয়েছে।
দুই সপ্তাহ আগে ম্যারাডোনার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়েছিল।
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন এক টুইট বার্তায় বলেছে, আমরা ভীষণ শোকার্ত কিংবদন্তির মৃত্যুতে। আপনি সব সময় থাকবেন আমাদের হৃদয়ে।
১৯৮৬ সালে মেক্সিকোর বিশ্বকাপ আসরে এক প্রকার একাই চ্যাম্পিয়নশিপের মর্যাদা এনে দিয়েছিলেন ম্যারাডোনা।
তিনি ১৯৬০ সালে আর্জেন্টিনার বুয়েন্স আইরিস শহরে জন্মগ্রহণ করেন।
স্বদেশি জার্সিতে ৯১ ম্যাচে ৩৪ গোল করে ফুটবল জগতে অনন্য উচ্চতায় জায়গা করে নিয়েছিলেন এই বাঁ পায়ের খেলোয়াড়।