হাজারো নাটকের অভিনেতা কাদের আর নেই
আলোকিত প্রতিবেদক : হাজারো নাটকের অভিনেতা আবদুল কাদের আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শনিবার সকাল আটটা ২০ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মৃত্যুকালে কাদেরের বয়স হয়েছিল ৬৯ বছর। তিনি স্ত্রী এবং এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
তার পুত্রবধূ জাহিদা ইসলাম সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে ক্যানসারে আক্রান্ত কাদেরকে উন্নত চিকিৎসার জন্য গত ৮ ডিসেম্বর চেন্নাইয়ে নেওয়া হয়।
গত ২০ ডিসেম্বর ঢাকায় ফিরিয়ে আনার পরদিন তার শরীরে করোনা ভাইরাস ধরা পড়ে।
আবদুল কাদের ১৯৫১ সালে মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার সোনারং গ্রামে জন্মগ্রহণ করেন।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর করে সিঙ্গাইর ও লৌহজং কলেজে শিক্ষকতাও করেছিলেন।