কাপাসিয়ায় ইদ্রিস হত্যাকাণ্ডে ভাগিনার বিরুদ্ধে মামার সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক, কাপাসিয়া : গাজীপুরের কাপাসিয়ায় চাঞ্চল্যকর ইদ্রিস হত্যাকাণ্ডকে কেন্দ্র করে ভাগিনা জাহিদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন মামা আবদুর রব ভূঁইয়া ওরফে রবিন ভূঁইয়া।

মঙ্গলবার বেলা ১১টায় কাপাসিয়া প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি জানান, গত ২৪ আগস্ট রাতে টোক বাইপাস মোড়ে স্থানীয় শ্রমিক লীগ নেতা ইদ্রিস আলীকে খুন করা হয়। এ ঘটনায় তার মা থানায় হত্যা মামলা করেন। মামলা নম্বর ২৮ (৮) ২০।

এতে সৈয়দ জহির আহসান জাহিদকে পুলিশ এক নম্বর আসামি হিসেবে গ্রেফতার ও রিমান্ডে নেয়। পরে জাহিদ হাইকোর্ট থেকে জামিনে মুক্তি পেয়ে আদালতে একটি মামলা করেন।

মামলায় রবিন ভূঁইয়াকে আসামি করা হয়। নিহতের পরিবারের সদস্যদের হেনস্তা করতে জাহিদ একটি কুচক্রী মহলের ইন্ধনে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন।

রবিন ভূঁইয়া বলেন, জাহিদ আলাপ-আলোচনা ও ভাগ-বাঁটোয়ারা ছাড়াই তাদের জমির একটি অংশ বিক্রি করে দেন। অথচ জাহিদের দায়ের করা বণ্টন মামলা আদালতে চলমান রয়েছে।

ইদ্রিসের মা মোরশেদা ক্ষুব্ধকণ্ঠে বলেন, আমার ছেলের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক বিচারের জন্য মামলা করেছি। মামলা ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য প্রধান আসামি জাহিদ মিথ্যা মামলা করেছেন।

আরও খবর