অবশেষে গাজীপুর ছাড়লেন ‘পাচারকারী’ বনপ্রহরী মাহমুদ

আলোকিত প্রতিবেদক : নানা দুর্নীতিতে আলোচিত বনপ্রহরী মাহমুদার রহমান অবশেষে গাজীপুর ছেড়েছেন।

তিনি জাতীয় উদ্যান রেঞ্জের পার্ক বিটের ভারপ্রাপ্ত বিট কর্মকর্তার দায়িত্বে ছিলেন।

সাবেক ডিএফও জহির উদ্দিন আকনের আশীর্বাদে দায়িত্ব পেয়ে মাহমুদার রহমান গাছ পাচার ও লুটপাটে জড়িয়ে পড়েন।

বিষয়টির ওপর আলোকিত নিউজ ডটকমে দুটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হওয়ার পরও তিনি ছিলেন বহাল তবিয়তে।

গত ২০ ডিসেম্বর আরও একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এ নিয়ে চলে তোলপাড়।

পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে মাহমুদার রহমানকে গত সপ্তাহে বগুড়া সার্কেলে রিলিজ দেওয়া হয়।

বর্তমান রেঞ্জ কর্মকর্তা কাজী নাজমুল হক আলোকিত নিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

আরও পড়ুন : গাজীপুরের ন্যাশনাল পার্কে লুটপাট : মাহমুদ মুক্ত বিহঙ্গ!

আরও খবর