গাজীপুরে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে অপহরণ, গ্রেফতার ২
আলোকিত প্রতিবেদক : গাজীপুরে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে অপহরণ চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে র্যাব।
এ সময় অপহৃত পোশাক শ্রমিক সিরাজুল ইসলামকে (২৭) উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন নগরীর পোড়াবাড়ী কোনাপাড়া এলাকার আবদুল হালিমের ছেলে মামুন হোসেন (৩০) ও সালনা মোল্লাপাড়া এলাকার শফিকুল ইসলামের ছেলে হিরা ইসলাম (২৪)।
সোমবার র্যাব-১-এর পোড়াবাড়ী ক্যাম্প কমান্ডার আবদুল্লাহ আল মামুন জানান, মামুন ও হিরা দীর্ঘদিন ধরে মানুষকে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে অপহরণ করে মুক্তিপণ আদায় করে আসছিলেন।
তারা গত ২৮ ডিসেম্বর রাতে সিরাজুলকে ভাওরাইদ থেকে অপহরণ করে সাথে থাকা ১৫ হাজার টাকা ও মোবাইল ছিনিয়ে নেন।
পরে তাকে বনের ভেতরে গাছের সাথে বেঁধে নির্যাতন করে পরিবারের কাছে ফোনে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করেন।
এক পর্যায়ে তার পরিবার বিকাশে ২০ হাজার টাকা দেওয়ার পর র্যাবের কাছে অভিযোগ দেয়।
গ্রেফতারকৃতদের কাছ থেকে একটি ২৪ ইঞ্চি ছুরি, একটি চাপাতি ও দুটি মোবাইল জব্দ করা হয়েছে।