৩ শ্রেণির মুমিনের জন্য জান্নাতের জামিনদার হবেন বিশ্বনবী
আলোকিত প্রতিবেদক : দুনিয়ায় মানুষের ছোট ছোট কিছু আমলের বিনিময়ে জান্নাতের জামিনদার হবেন বিশ্বনবী হযরত মোহাম্মদ (সা.)।
তিনি তিন শ্রেণির মুমিনের জন্য জান্নাতের সুবিশাল ঘরের জামিনদার হবেন বলে হাদিসের বর্ণনায় ওঠে এসেছে।
১. ঝগড়া পরিহার করা : যেসব মুমিন কারণ থাকা সত্ত্বেও ঝগড়া না করে ধৈর্য ধারণ এবং সভ্য ব্যবহার করেন। মহান আল্লাহর দরবারে অসভ্য ব্যক্তির স্থান নেই।
২. মিথ্যা পরিহার করা : যারা মিথ্যা কথা বলেন না। এমনকি হাসি বা তামাশার ছলেও মিথ্যা পরিহার করেন। বিশ্বনবী (সা.) বলেছেন, মিথ্যা হচ্ছে সকল পাপের মা।
৩. উত্তম চরিত্রের অধিকারী : উত্তম চরিত্রের অধিকারী ব্যক্তি অনেক মর্যাদার অধিকারী। রাসুল (সা.) বলেছেন, মিজানের পাল্লায় সচ্চরিত্রের চেয়ে অধিক ভারী আর কিছু নেই।