যুক্তরাষ্ট্রের পার্লামেন্টে ট্রাম্প সমর্থকদের হামলা, নিহত ৪

ডেস্ক নিউজ : যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট ভবন ক্যাপিটলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উগ্র সমর্থকরা হামলা চালিয়েছেন।

নির্বাচনে বিজয়ী ডেমোক্রেটিক পার্টির জো বাইডেনকে স্বীকৃতি দেওয়ার জন্য তখন কংগ্রেসের অধিবেশন চলছিল।

বৃহস্পতিবার বিবিসির খবরে বলা হয়, ভবনের জানালা ভাঙচুর ও পুলিশের ওপর হামলা চালানো হয়। এ সময় গুলিতে একজন ও হাসপাতালে তিনজন মারা গেছেন।

হামলার ঘটনায় খোদ রিপাবলিকান পার্টির একাধিক নেতাসহ বিশ্বনেতারা তীব্র নিন্দা জানাচ্ছেন।

রিপাবলিকান সিনেটর বেন স্যাসি বলেছেন, এটা একটা কুৎসিত দিন।

পুলিশ জানিয়েছে, তাদের ১৪ সদস্য আহত হয়েছেন। এ পর্যন্ত ৫২ জনকে গ্রেফতার করা হয়েছে।

আরও খবর