মাটির নিচে ইরানের ‘ক্ষেপণাস্ত্র ঘাঁটি’ উদ্বোধন

ডেস্ক নিউজ : ইরানের উপসাগরীয় অঞ্চলে ভূগর্ভে ক্ষেপণাস্ত্র ঘাঁটি উদ্বোধন করা হয়েছে।

দেশটির বিশেষ বাহিনী রেভল্যুশনারি গার্ড যুক্তরাষ্ট্রের সাথে উত্তেজনার মধ্যেই শুক্রবার এ ঘাঁটি উদ্বোধন করল।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, এটি নৌবাহিনীর কৌশলগত ক্ষেপণাস্ত্র সংরক্ষণের ঘাঁটিগুলোর মধ্যে একটি।

এগুলো শত শত কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম এবং ধ্বংসক্ষমতা অনেক বেশি।

এর আগে রেভল্যুশনারি গার্ডের পক্ষ থেকে বলা হয়, ইরানের উপসাগরীয় অঞ্চলের ভূগর্ভে গড়ে তোলা ক্ষেপণাস্ত্র শহর শত্রুদের জন্য দুঃস্বপ্ন।

আরও খবর