কাপাসিয়ায় ৭ ইটভাটা গুঁড়িয়ে ৩৮ লাখ টাকা জরিমানা
আলোকিত প্রতিবেদক : গাজীপুরের কাপাসিয়ায় অবৈধ সাতটি ইটভাটা গুঁড়িয়ে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার উপজেলার আড়াল বাজার ও ধানদিয়া এলাকায় পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।
এ সময় ছয় ইটভাটা মালিককে ছয় লাখ টাকা করে ৩৬ লাখ ও একজনকে দুই লাখ টাকা জরিমানা করেন আদালত।
ভাটাগুলো হল মনির মোল্লার এমকেবি ব্রিকস, আলমগীর হোসেনের আড়াল ব্রিকস, আলাউদ্দিন লস্করের ফোর ফ্রেন্ড ব্রিকস, দীন ইসলামের সততা ব্রিকস, ইকবাল হোসেনের ফাইভ ব্রাদার্স ব্রিকস, মোশারফ হোসেনের এজেএম ব্রিকস ও মাজহারুল ইসলাম হারুনের আরএল ব্রিকস।
অভিযানে উপস্থিত ছিলেন জেলা পরিবেশ কার্যালয়ের সহকারী পরিচালক মমিন ভূঁইয়া, রিসার্চ অফিসার আশরাফ উদ্দিন, পরিদর্শক মমিন ভূঁইয়া, দিলরুবা আক্তার প্রমুখ।