যে ৩ আমলে গোনাহ ক্ষমা ও মর্যাদা বৃদ্ধি
আলোকিত প্রতিবেদক : নামাজের সাথে সম্পৃক্ত তিনটি কাজ করলে মহান আল্লাহ তায়ালা অনেক গোনাহ ক্ষমা ও মর্যাদা বাড়িয়ে দেন।
বিশ্বনবী হযরত মোহাম্মদ (সা.) কাজ তিনটিতে বিশেষ গুরুত্ব দিয়ে আমল করার কথা বলেছেন।
১. অসুবিধা ও কষ্ট থাকা সত্ত্বেও পরিপূর্ণভাবে অজু করা।
২. মসজিদে যাওয়ার জন্য বেশি পদচারণা করা।
৩. এক নামাজের পর অন্য নামাজের জন্য অপেক্ষা করা।
এর মাধ্যমে নিজেকে আল্লাহ ও রাসুলের আনুগত্যে আটকে রাখা এবং শয়তানের মোকাবেলায় প্রস্তুত থাকা হয়।
জুমার নামাজের জন্য মসজিদে গমনে প্রতি কদমের জন্য এক বছরের নফল নামাজ ও রোজার সওয়াবের কথা হাদিসে উল্লেখ রয়েছে।