মোংলায় বিএনপির মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের ভোট বর্জন
আলোকিত প্রতিবেদক : মোংলা পৌরসভা নির্বাচনে নানা অনিয়মের অভিযোগে বিএনপি সমর্থিত মেয়র ও কাউন্সিল প্রার্থীরা ভোট বর্জন করেছেন।
তাদের মধ্যে নয়টি ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী নয়জন, সংরক্ষিত নারী প্রার্থী তিনজন ও দুজন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন।
শনিবার ভোট শুরুর দুই ঘণ্টার মাথায় বিএনপির মেয়র প্রার্থী জুলফিকার আলী নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে ভোট বর্জনের ঘোষণা দেন।
তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ সমর্থিতরা প্রতিটি কেন্দ্র দখল করেছেন। সাধারণ ভোটারদের বাধা প্রদান ও বিএনপির এজেন্টদের বের করে দেওয়া হয়েছে।
এ ছাড়া ভোটের আগের রাতে তার কর্মী-সমর্থকদের বাড়িতে দুর্বত্তরা হামলা চালিয়েছে। ২৭ জন কর্মী-সমর্থকসহ অর্ধশত আহত হয়েছেন।
ভোট বর্জন করা কাউন্সিলর প্রার্থীরা হলেন হাবিব ফকির, ইমান হোসেন, ইউনুস আলী, আবদুর রাজ্জাক, এমরান হোসেন, মো. হোসেন, মো. আলাউদ্দিন, খোরশেদ আলম, এম এ কাদের, কমলা বেগম, লিলি বেগম ও আয়শা বেগম।
উপজেলা নির্বাচন কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন জানান, বিএনপির মেয়র প্রার্থীর পক্ষ থেকে বিভিন্ন অভিযোগ করা হচ্ছিল। নির্বাচন বর্জনের বিষয়ে এখনো নির্বাচন কমিশনকে জানানো হয়নি।