শ্রীপুরে ফলাফল পরিবর্তন হয়েছে : দাবি বিএনপি প্রার্থীর
নিজস্ব প্রতিবেদক, শ্রীপুর : গাজীপুরের শ্রীপুর পৌরসভা নির্বাচনের ফলাফলে দুর্নীতি ও জালিয়াতির অভিযোগ তুলেছেন বিএনপির মেয়র প্রার্থী অ্যাডভোকেট কাজী খান।
রবিবার বিকেলে তার নির্বাচনী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয়।
কাজী খান বলেন, বৈরাগীরচালা, কেওয়া পশ্চিম খন্ড, পূর্ব খন্ড, তুলা গবেষণা ও গিলাচালা কেন্দ্র থেকে এজেন্টদের মারধর করে বের করে দেওয়া হয়েছে। ভোটাররা ইভিএম মেশিনে ফিঙ্গার প্রিন্ট দেওয়ার পর নৌকা প্রতীকের কর্মী-সমর্থক ও প্রশাসনের কেউ কেউ বোতাম চেপে ইচ্ছামত ভোট দিয়েছেন।
রিটার্নিং অফিসারকে লিখিতভাবে জানানো হলেও তিনি কোন ব্যবস্থা নেননি। কেবলমাত্র সকল কেন্দ্রে সর্বোচ্চসংখ্যক ভোটার উপস্থিতি ছিল।
তিনি আরও বলেন, নির্বাচনের ফলাফল পরিবর্তন করা না হলে ধানের শীষ বিপুল ভোটে বিজয়ী হত। এ নির্বাচন প্রত্যাখান করে সুষ্ঠু নির্বাচন দাবি করছি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিব হুমায়ুন কবির সরকার, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবদুল মোতালেব, মিডিয়া সেলের নাহীন আহমেদ মোমতাজী, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ ও শ্রমিক দলের নেতা আফাজ উদ্দিন।
অপরদিকে দুপুরে ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ মহসিন নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে বলেন, ভোট গ্রহণ সুষ্ঠু হলেও পরিবর্তিত ফলাফল প্রকাশ করা হয়েছে। তার কর্মী-সমর্থকদের বাড়িতেও হামলা চালানো হয়েছে।
রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা কাজী ইস্তাফিজুল হক আকন্দ সাংবাদিকদের বলেন, প্রার্থীদের অভিযোগগুলো ভিত্তিহীন। ফলাফল হাতেই লিখে দেওয়ার নিয়ম।