‘নতুন দিনের প্রত্যাশায়’ শপথ নিলেন বাইডেন
ডেস্ক নিউজ : বিশ্বের অন্যতম পরাশক্তির দেশ যুক্তরাষ্ট্রের দায়িত্ব নিয়েছেন জো বাইডেন।
তিনি ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার মধ্য দিয়ে ট্রাম্প আমলের অবসান হল।
শপথের কিছু আগে অনুষ্ঠানস্থলে উপস্থিত হন বাইডেন ও তার স্ত্রী জিল বাইডেন।
সুপ্রিম কোর্টের বিচারপতি সোনিয়া সোটোমেয়র প্রথম নারী ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে শপথ পাঠ করান।
আর প্রেসিডেন্ট জো বাইডেনকে শপথ পাঠ করান প্রধান বিচারপতি জন রবার্টস।
অভিষেকে উপস্থিত ছিলেন সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন, সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ, সাবেক ফার্স্ট লেডি লরা বুশ, সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা, সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামা প্রমুখ।
দেশটির ১৫২ বছরের ইতিহাসে এই প্রথম বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিবাদন না জানিয়ে হোয়াইট হাউস ছেড়ে গেলেন।