কাপাসিয়ায় বৃদ্ধ হানিফা দম্পতির পাশে দাঁড়ালেন বিভিন্নজন
মাহাবুর রহমান, কাপাসিয়া : বয়সের ভারে কর্মহীন ৯০ বছর ছুঁই ছুঁই আবু হানিফা। শরীরে বাসা বেঁধেছে জন্ডিসসহ নানা রোগ।
কাজকর্ম করতে না পারায় থাকতে হত খেয়ে না খেয়ে। জুটছিল না তাদের পরনের ভালো কাপড়।
গাজীপুরের কাপাসিয়ার সিংহশ্রী ইউনিয়নের কপালেশ্বর গ্রামের কুলুপাড়ার এই নিঃসন্তান দম্পত্তি প্রায় পাঁচ বছর ধরে মানবেতর জীবনযাপন করছেন।
বিষয়টির ওপর গত ১৫ জানুয়ারি আলোকিত নিউজ ডটকমে একটি সংবাদ প্রকাশিত হলে বিভিন্নজন সহায়তার হাত বাড়ান।
টোকের মানবতার ঘর নামক স্বেচ্ছাসেবী সংগঠন থেকে কিছু খাবার ও কম্বল দিয়েছেন শিক্ষক মমতাজ উদ্দিন।
এ প্রতিবেদকের মাধ্যমে কুয়েত প্রবাসী সাখাওয়াত হোসেন হুমায়ুন ২৫ কেজি চাল, তিন কেজি ডাল, ১০ কেজি আটা, তিন কেজি চিনি, দুই কেজি সয়াবিন ও সরিষার তেল এবং প্রবাসী রাসেল ও রানা অর্থ সহায়তা দিয়েছেন।
শনিবার ঘোষেরকান্দি গ্রামের ছাত্রলীগের নেতা-কর্মী আদনান শাহীন, জাহিদ, রাসেল, বাবু ও আলতাব মাসুম মিলে চাল, ডাল, লাউ, মিষ্টি কুমড়া, চিড়া, মুড়ি, তেল, সাবান, কাপড়, শীতবস্ত্র এবং কম্বল দিয়ে পাশে দাঁড়িয়েছেন।
তারা আলোকিত নিউজকে বলেন, বৃদ্ধের চিকিৎসার জন্য আমরা ডাক্তার নিয়ে আসব। তাদের ওষুধের ব্যবস্থাও করছি।