সু চির বিরুদ্ধে পুলিশের মামলা, ১৪ দিনের রিমান্ড
ডেস্ক নিউজ : মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চির বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগে মামলা করেছে পুলিশ।
তবে সু চি এখন কোথায় আছেন, সে সম্পর্কে আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
বুধবার বিবিসির খবরে বলা হয়, সু চির বিরুদ্ধে মামলার তথ্য পাওয়া গেছে। তিনি ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত রিমান্ডে থাকবেন।
বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়, সু চির বিরুদ্ধে আমদানি-রপ্তানি আইনে অভিযোগ আনা হয়েছে।
সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির প্রেস অফিসার কি তোয়ে জানিয়েছেন, দখিনাথিরি আদালত সু চির ১৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
এ ছাড়া সামরিক অভ্যুত্থানে আটক দেশটির প্রেসিডেন্ট উইন মিন্টের বিরুদ্ধেও দুর্যোগ ব্যবস্থাপনা আইনে মামলা করা হয়েছে।
এদিকে সু চির মুক্তি দাবিতে প্রধান শহরগুলোর সরকারি হাসপাতালের চিকিৎসক ও কর্মীরা ধর্মঘটের ঘোষণা দিয়েছেন।