গাজীপুরে অপহরণ ও ছিনতাইকারী চক্রের ৬ সদস্য গ্রেফতার
আলোকিত প্রতিবেদক : গাজীপুরে অপহরণ ও ছিনতাইকারী চক্রের ছয় সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন সালনা পলাশটেক এলাকার আবদুল নবীর ছেলে মিল্টন মাসুম (৩৫), তার স্ত্রী খালেদা আক্তার (৩৬), কালিয়াকৈরের জানেরচালা এলাকার আবদুস সবুরের ছেলে মামুন (২৮), সাতক্ষীরার দেবহাটার খেজুরবাড়ীয়া এলাকার শাহীন (৩৬), শেরপুরের ধোপাঘাট এলাকার চাঁন মিয়ার ছেলে ইউসুফ (৩৬) ও ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার রাজাপুর এলাকার কুদ্দুস চৌকিদারের ছেলে হাসান (৪৫)।
বৃহস্পতিবার জিএমপি কমিশনারের কার্যালয়ে মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ নূরে আলম প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।
তিনি বলেন, চক্রটি গত ২৩ জানুয়ারি কোচিং সেন্টার থেকে বাসায় ফেরার পথে টঙ্গীর সফিউদ্দিন সরকার একাডেমির নবম শ্রেণির ছাত্র সিয়ামকে কৌশলে অপহরণ করে। পরে তার বাবার কাছে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।
এ ঘটনায় গাছা থানায় মামলা করা হয়। পরে অপহরণকারীরা সিয়ামকে ২৫ জানুয়ারি ধান গবেষণা ইনস্টিটিউটের দক্ষিণ পাশে ফেলে যায়।
বুধবার প্রযুক্তির মাধ্যমে সালনা থেকে মামুনকে গ্রেফতার করা হয়। পরে তার স্বীকারোক্তি মোতাবেক অপর আসামিদের বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করা হয়।
উপ-কমিশনার আরও জানান, চক্রটি গত এক মাসে বিভিন্ন জেলা থেকে ১৭ জনকে অপহরণ করেছে। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় অপহরণ, হত্যা, মাদক, ছিনতাই ও ডাকাতি মামলা রয়েছে।