কাপাসিয়ায় প্রথম দিনে করোনার টিকা নিলেন ১০০ জন

নিজস্ব প্রতিবেদক, কাপাসিয়া : সারা দেশের ন্যায় গাজীপুরের কাপাসিয়ায়ও করোনা ভাইরাসের টিকাদান কার্যক্রম শুরু হয়েছে।

রবিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে সংসদ সদস্য সিমিন হোসেন রিমি কার্যক্রমের উদ্বোধন করেন।

প্রথমে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুহম্মদ শহীদুল্লাহ করোনা প্রতিরোধের টিকা নেন।

এরপর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধান, সদস্য মজিবুর রহমান মিলন এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুস সালাম সরকার টিকা নেন।

ডা. সালাম সরকার জানান, প্রথম দিনে ১০০ জনকে টিকা দেওয়া হয়েছে। তাদের মধ্যে ৬৯ জন পুরুষ ও ৩১ জন নারী। নিবন্ধিত রয়েছেন ৪৫০ জন।

তিনি বলেন, আমাদের কাছে এখনো কোন ধরনের সমস্যার সংবাদ আসেনি। বন্ধের দিন ছাড়া ১২ দিন পর্যন্ত কার্যক্রম চলমান থাকবে।

আরও খবর