চট্টগ্রামে সংঘবদ্ধ চাঁদাবাজি, ৬ পুলিশ কারাগারে

আলোকিত প্রতিবেদক : চট্টগ্রামে চাঁদাবাজির মামলায় ছয় পুলিশ সদস্যকে কারাগারে পাঠানো হয়েছে।

তারা হলেন পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভীরের দেহরক্ষী মোরশেদ, উপ-কমিশনার মনজুর মোরশেদের দেহরক্ষী মাসুদ, দামপাড়া রিজার্ভ ফোর্সের শাকিল, এস্কান্দার, সহকারী কমিশনারের কম্পিউটার অপারেটর মনিরুল ও গোয়েন্দা পুলিশের নবী।

সোমবার জেলা পুলিশ সুপার এস এম রশিদুল হক জানান, আনোয়ারা থানার চাঁদাবাজি মামলায় ওই ছয় কনস্টেবলকে কারাগারে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

মেট্রোপলিটন পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের সাময়িক বরখাস্ত করে বিভাগীয় মামলা করা হয়েছে। এ ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

আনোয়ারার বৈরাগ গ্রামের বাসিন্দা আবদুল মান্নান ওই ছয়জনের বিরুদ্ধে অপহরণ ও হত্যার হুমকি দিয়ে টাকা আদায়ের অভিযোগে মামলা করেছেন।

আরও খবর