শ্রীপুরে দেলোয়ারের টিউলিপ বাগান পরিদর্শনে কৃষিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক : গাজীপুরের শ্রীপুরে দেলোয়ারের টিউলিপ বাগান পরিদর্শন করেছেন কৃষিমন্ত্রী আবদুর রাজ্জাক।
শুক্রবার বিকেলে ব্যক্তিগত সফরে এসে তিনি কেওয়া পূর্বখন্ড এলাকার বাগানটি পরিদর্শন করেন।
এ সময় মন্ত্রী বলেন, আমি ফুল দেখে খুশি হয়েছি। অপ্রচলিত এসব ফুল বিভিন্ন দেশে রপ্তানির ব্যবস্থা করা হবে।
তিনি আরও বলেন, আমরা অপ্রচলিত কৃষিপণ্যের উৎপাদনকে উৎসাহিত করছি। সবাইকে সরকারি সুযোগ-সুবিধা দেওয়া হবে।
এ সময় উপস্থিত ছিলেন সংসদ সদস্য ইকবাল হোসেন সবুজ, উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসলিমা মোস্তারী, শ্রীপুর থানার ওসি খোন্দকার ইমাম হোসেন, কৃষি কর্মকর্তা এ এস এম মূয়ীদুল হাসান, পৌর মেয়র আনিছুর রহমান প্রমুখ।
উল্লেখ্য, ফুল চাষে সফল দেলোয়ার হোসেন ২০১৭ সালে বঙ্গবন্ধু কৃষি পুরস্কার পেয়েছেন। তিনি দুই বছর ধরে শীত প্রধান দেশের ফুল টিউলিপ ফুটাচ্ছেন।