কালীগঞ্জে ৪ ইটভাটা গুঁড়িয়ে ২০ লাখ টাকা জরিমানা

আলোকিত প্রতিবেদক : গাজীপুরের কালীগঞ্জে চারটি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।

ইটভাটাগুলো হল উপজেলার কলাপাটুয়া এলাকার মেসার্স ফারুক ট্রেডার্স, জামালপুর এলাকার মেসার্স ভূঞা ট্রেডিং, মেসার্স হাসেন আলী এন্ড কোং ও মেসার্স আরএফএস ব্রিকস।

এ সময় ভাটা চারটি ভেকু দিয়ে গুঁড়িয়ে মালিকদের ২০ লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন জেলা পরিবেশ অধিদপ্তরের রিসার্চ অফিসার আশরাফ উদ্দিন, সহকারী পরিচালক মমিন ভূঁইয়া প্রমুখ।

আরও খবর