কাপাসিয়ায় টিলা কাটায় ১ লাখ টাকা জরিমানা
মাহাবুর রহমান, কাপাসিয়া : বাণিজ্যিক উদ্দেশে অবৈধভাবে ভেকু দিয়ে টিলা শ্রেণিভুক্ত জমির মাটি কাটার দায়ে একজনকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার গাজীপুরের কাপাসিয়া উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ফুলবাড়িয়া এলাকায় সহকারী কমিশনার (ভূমি) তানভীর ফরহাদ শামীম অভিযান পরিচালনা করেন।
এ সময় জমির মালিক আবদুস সালামকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ অনুযায়ী এক লাখ টাকা জরিমানা করা হয়।
এসিল্যান্ড আলোকিত নিউজকে জানান, জায়গাটি দেখতে অনেকটাই লাল মাটির পাহাড়ের মত। টিলা জমি ব্যক্তি মালিকানাধীন থাকলেও মাটি কাটা বেআইনি।
তিনি আরও জানান, মাটি কেটে পরিবেশের সৌন্দর্য নষ্ট করায় জরিমানা ও মাটি না কাটতে নির্দেশ দেওয়া হয়েছে। তবে নিজেদের কাজের জন্য অন্য জমি থেকে মাটি কাটতে পারবে।