কাপাসিয়ার আমরাইদে ‘ঘাসের বাজার’ উদ্বোধন
মাহাবুর রহমান, কাপাসিয়া : গাজীপুরের কাপাসিয়ায় ঘাসের বাজার উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার উপজেলার আমরাইদ বাজারে প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে এ বাজার উদ্বোধন করা হয়।
এতে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা এস এম উকিল উদ্দিনের সভাপতিত্বে ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রাশেদুজ্জামান মিয়ার সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য সিমিন হোসেন রিমি।
প্রধান অতিথি খামারিদের উদ্দেশে বলেন, গরুর খাদ্য তুলা নয়, ঘাস খাওয়াতে হবে। তুলা খাওয়ালে গরু স্ট্রোক করে মারা যায়। এতে আপনারা ক্ষতিগ্রস্ত হবেন।
তিনি আরও বলেন, বাড়ির পতিত জায়গায় ঘাসের চাষ করতে হবে। বেশি বেশি করে ঘাস লাগাতে হবে। গরুকে তুলা খাওয়ানো যাবে না।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ডেইরি ফারমার্স এসোসিয়েশনের সভাপতি আকরাম হোসেন বাদশা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুহম্মদ শহীদুল্লাহ, সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধান, উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, রায়েদ ইউপি চেয়ারম্যান শফিকুল হাকিম মোল্লাহ হিরণ, উপজেলা ভেটেরিনারি সার্জন আশরাফ হোসেন প্রমুখ।