মামুনুল হকদের চরিত্রটা কী, প্রশ্ন প্রধানমন্ত্রীর
আলোকিত প্রতিবেদক : হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হক প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এদের চরিত্রটা কী? গতকালই আপনারা দেখেছেন, অপবিত্র কাজ করে রিসোর্টে গিয়ে ধরা পড়েছে।
তিনি বলেন, পার্লারে কাজ করে এক মহিলাকে বউ হিসেবে পরিচয় দেয়। নিজের বউকে ফোন করে বলে, অবস্থার পরিপ্রেক্ষিতে আমি এটা বলে ফেলেছি।
রবিবার জাতীয় সংসদের দ্বাদশ অধিবেশনের সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, যারা ইসলামে বিশ্বাস করে, তারা তো এ রকম মিথ্যা কথা বলতে পারে না। তাহলে এরা মানুষকে কী ধর্ম শেখাবে?
হেফাজতের যারা সদস্য, তাদেরকে আমি অনুরোধ করব, তারা কী একটুও বুঝে, কী ধরনের নেতৃত্ব তাদের। জ্বালাও-পোড়াও করে তিনি বিনোদন করতে গেলেন।
প্রধানমন্ত্রী বলেন, ইসলাম ধর্ম সবচেয়ে সহনশীলতা শিখিয়েছে, শান্তির কথা বলেছে। সেই পবিত্র ধর্মকে এরা ধ্বংস করে দিচ্ছে।
তাদের এসব কর্মকাণ্ডের ফলে বহু মানুষের জীবন গেছে। এমনকি এই কারণে ২৬ মার্চে অনেক মানুষের জীবন গেছে।
তিনি আরও বলেন, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। আর এইসব অপকর্মের সাথে যারা জড়িত, তাদের বিচার অবশ্যই হবে।