গাজীপুরে ৩ ‘ভুয়া ম্যাজিস্ট্রেট ও ডিবি পুলিশ’ গ্রেফতার
আলোকিত প্রতিবেদক : গাজীপুরে তিন ভুয়া ম্যাজিস্ট্রেট ও ডিবি পুলিশকে গ্রেফতার করেছে পিবিআই।
বৃহস্পতিবার ভোরে নগরীর বাসন থানার দীঘিরচালা এলাকার ভাড়া বাসা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন কুড়িগ্রামের রৌমারী উপজেলার বকবান্দা নামাপাড়া এলাকার আবদুস সালামের ছেলে সজীব হাসান শিপন (২২), মুন্সিগঞ্জের শ্রীনগরের সমাসপুর এলাকার আনোয়ার হোসেনের ছেলে শফিকুল ইসলাম রনি (২৭) ও শেরপুরের শ্রীবরদীর ভাঙ্গারপাড়া এলাকার মোস্তফার ছেলে হৃদয় (২১)।
জেলা পিবিআই জানায়, ওই তিনজন গত ৬ এপ্রিল ১৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আসাদ মনির ও কালিয়াকৈরের সফিপুর বাজারের মর্ডান হাসপাতালের মালিক ডা. মো. বখতিয়ারকে ফোনে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং ডিবির এসআই পরিচয় দিয়ে চাঁদা দাবি করেন।
পরে কাউন্সিলর ও হাসপাতাল মালিক ঘটনাটি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে জানিয়ে বাসন ও কালিয়াকৈর থানায় পৃথক দুটি মামলা করেন।
মামলার তদন্তের দায়িত্ব পেয়ে প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পিবিআইয়ের পরিদর্শক হাফিজুর রহমান ও শাকিল হাসানের নেতৃত্বে একটি দল তাদেরকে গ্রেফতার করে।