ভারতে চুরির দায়ে বানরের শাস্তি!

ডেস্ক নিউজ : বানরের বাঁদরামি নতুন কিছু নয়।

তবে চুরির দায়ে শাস্তি-এটা ব্যতিক্রম।

এমনই একটি ঘটনা ঘটেছে ভারতের মুম্বাইয়ের সিওন এলাকায়।

এএফপির খবরে বলা হয়, ওই এলাকার আবাসিক কলোনিতে বানরটি ছয় মাস ধরে খাবার চুরি করে আসছিল। তার অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে পড়েন। এ নিয়ে মিউনিসিপ্যাল কাউন্সিলরের কাছে অভিযোগও করা হয়।

অতঃপর প্রশাসন কোন ব্যবস্থা না নেওয়ায় তারা এক বানর শিকারির শরণাপন্ন হন।

ওই শিকারি শুক্রবার সকালে খাবার দিয়ে ফাঁদ পেতে বানরটিকে আটক করেন।

পরে তার দুই হাত পেছনে এবং দুই পা ও গলা একসঙ্গে দড়ি দিয়ে শক্ত করে বেঁধে রাখা হয়।

বন বিভাগের একজন কর্মকর্তা বলেন, বানরটি উদ্ধার করে মুম্বাইয়ের উত্তরাঞ্চলের একটি জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে।