অল্প সময়ের যে ৭ আমলে সওয়াবের পাল্লা ভারী
ধর্ম ডেস্ক : ব্যস্ততার মাঝে অল্প সময়ে কিছু আমল করা যায়। যাতে অনেক সওয়াব রয়েছে।
১. মনে মনে তিনবার সুরা ফাতিহা পড়লে ১৮০০-এর বেশি নেকি হাসিল হয়।
২. সুরা ইখলাস একবার পাঠ করলে পবিত্র কোরআনের তিন ভাগের এক ভাগ তেলাওয়াতের সমান সওয়াব পাওয়া যায়।
৩. সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ১০০ বার পড়লে সব গুনাহ মাফ করে দেওয়া হয়।
৪. সুবহানাল্লাহিল আজিম অথবা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ৫০ বার পড়লে আমলের পাল্লা অনেক ভারী হয়।
৫. মহানবী হযরত মোহাম্মদ (সা.) বলেছেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ও আল্লাহু আকবার পাঠ করা আল্লাহর কাছে অধিক প্রিয়।
৬. লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লাবিল্লাহ পাঠ করার সওয়াব জান্নাতের জন্য সঞ্চিত অমূল্য রত্ন ও দুশ্চিন্তা দূর হয়।
৭. লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ সর্বশ্রেষ্ঠ বাক্য ও তাওহীদের বাণী।