শ্রীপুরের টেপিরবাড়ীতে হলুদ তরমুজে চাষির মুখে হাসি
নিজস্ব প্রতিবেদক : গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ী গ্রামে দ্বিতীয়বারের মত হলুদ রঙের তরমুজের চাষ করা হয়েছে।
স্থানীয় কৃষক হামিদ মিয়া এই পুষ্টিকর ফলের চাষ করেছেন।
মাচায় ঝুলে থাকা দৃষ্টিনন্দন তরমুজ দেখতে বিভিন্ন এলাকার উৎসুক মানুষ ছুটে আসছেন।
এ জাতের তরমুজ দেখতে হলুদ হলেও ভেতরে লাল। খেতেও বেশ সুস্বাদু।
সরেজমিনে দেখা যায়, হালকা বাতাসে সারি সারি তরমুজ দুলছে। ফলের সুরক্ষায় নেট ব্যাগ দিয়ে ঢেকে দেওয়া হয়েছে।
হামিদ মিয়া জানান, চুয়াডাঙ্গা থেকে দুই হাজার বীজ এনে গত মার্চ মাসে এক বিঘা জমিতে রোপণ করা হয়েছে। গত বছর পরীক্ষামূলক চাষে ৪০ হাজার টাকা লাভ হয়েছিল।
এবার খরচ হয়েছে প্রায় এক লাখ টাকা। তবে দুই-তিন লাখ টাকার তরমুজ বিক্রি করা যাবে বলে তিনি আশাবাদী।
যুবলীগ নেতা সারোয়ার জাহান সাগর বলেন, হামিদ আমার ছোট বোনের জামাই। সে একজন সফল চাষি।
উপজেলা কৃষি কর্মকর্তা এ এস এম মূয়ীদুল হাসান বলেন, উপজেলায় ৭০ শতাংশ জমিতে বাণিজ্যিকভাবে হলুদ জাতের তরমুজের চাষ হয়েছে। এটি অসময়ের গোল্ডেন ক্রাউন।