ঈদের দিনেও ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর বোমা হামলা
ডেস্ক নিউজ : ফিলিস্তিন ও সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর।
বৃহস্পতিবার সকালেও ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনী বর্বর বোমা হামলা চালিয়েছে।
গত কয়েক দিন ধরে টানা হামলায় ১৭ শিশুসহ ৬৯ জন নিহত হয়েছেন।
কাতারভিত্তিক চ্যানেল আল-জাজিরার খবরে বলা হয়, ইসরায়েলি বাহিনীর দফায় দফায় বিমান হামলায় ধংসস্তূপে পরিণত হয়েছে গাজা উপত্যকা। তারা এক রক্তাক্ত ঈদ পার করছেন।
বেশির ভাগ মানুষ বুধবার রাতে জেগে ছিলেন। কিছুক্ষণ পরপর বিস্ফোরণের বিকট শব্দে আশপাশের ভবনগুলো কেঁপে ওঠে।